পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। পরে সিরিজের প্রথম ম্যাচ গত ২২ মে বৃষ্টির কারণে ভেস্তে যায়। এদিকে বিশ্বকাপের দল চূড়ান্ত করারও সময় শেষ হয়ে আসছে, আর বাকি একদিন। অথচ এখনও পাকিস্তান দল ঘোষণা করেনি, উল্টো শেষ মুহূর্তে পিসিবিতে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান ও জিও সুপার সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা হয়নি বলেই অসন্তুষ্ট পিসিবি সভাপতি মহসিন নাকভি। যদিও তিনি ওই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আপত্তি জানাননি। বিষয়টি নিয়ে নির্বাচক কমিটিকে একটি চিঠিও পাঠিয়েছেন নাকভি।