ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ঈশ্বরের অবতার’, এমন বিতর্কের মধ্যে আগামীকাল শনিবার লোকসভার ষষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু হচ্ছে। এই পর্বে ভোট হবে ছয়টি পূর্ণ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮ আসনে। শাসক বিজেপি ও তার সঙ্গীদের কাছে এই পর্বের ভোট গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে এই আসনগুলোর মধ্যে তারা জিতেছিল ৪৫টিতে। এবার লড়াই ক্ষুরধার। কারণ, এই দফায় বিজেপির আসন বাড়ানোর জায়গা খুবই কম, বিপরীতে হারানোর আশঙ্কা বেশি।
সেই শঙ্কা যাতে সত্যি না হয়, সে জন্য নরেন্দ্র মোদি নিজেকে শুধু ‘ঈশ্বর প্রেরিত’ বলেই জাহির করেননি, তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প অপূর্ণ রেখে ফিরে গেলে পরমাত্মা তাঁকে গ্রহণ করবেন না। অতএব, ভোটারদের কাছে তাঁর প্রার্থনা, এবারেও জনতা তাঁদের জয়যুক্ত করুক, যাতে দ্রুত তিনি ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পারেন।