সম্প্রতি সূর্যের চৌম্বক ক্ষেত্রের রহস্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
সূর্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাব– এমন এক রহস্য, যার কারণ উদঘাটনের বিষয়টি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ভাবিয়েছে। নতুন গবেষণা বলছে, ‘আমাদের তারা’র পৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি স্থান থেকে এ রহস্যের সামাধান শুরু হয়।
পৃথিবীতে প্রাণ সৃষ্টিতে এর গুরুত্ব এবং পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হওয়া সত্ত্বেও সূর্য সম্পর্কে অনেক কিছুই বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যময় হয়ে আছে। যার মধ্যে রয়েছে সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং এটি ঠিক কোথা থেকে এসেছে।