এই নিয়মগুলো মানলে টেকসই হবে আইফোনের ব্যাটারি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৪:৩৬

বিশ্বের নামিদামি ব্র্যান্ডের যত ফোন রয়েছে তারমধ্যে আইফোন সবার পছন্দের। তাই এটি কেনার পর ব্যবহারকারীর সবাই চাইবেন তার ডিভাইসটি দীর্ঘদিন ভালো থাকুক। বিশেষ করে ফোনের ব্যাটারি ব্যাক আপ নিয়ে বেশিরভাগ মানুষের অভিযোগ থাকে। সেজন্য আইফোনের ব্যাটারি টেকসই করতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। 


তারা বলছেন, আইফোনের ব্যাটারি টেকসই করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফোন চার্জে দেওয়ার সময় সতর্ক থাকা জরুরি। অন্যান্য স্মার্টফোনের মতোই আইফোনেও কখনোই ১০০ শতাংশ চার্জ দেবেন না। ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। একে বলা হয় পার্সিয়াল চার্জিং।


আসলে আইফোনে পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে অনেকক্ষেত্রেই ভোল্টেজের মাত্রা বেড়ে যায়। আর তা কখনই ব্যাটারি দীর্ঘদিন টিকিয়ে রাখার পক্ষে ভালো নয়। অতএব আইফোনে ১০০ শতাংশ চার্জ দেবেন না কখনোই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us