দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপদেশ তাইওয়ান ঘিরে মহড়া দিচ্ছে চীন। আজ শুক্রবার মহড়ার দ্বিতীয় দিন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তাইওয়ানি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মূলত এই মহড়ার মাধ্যম চীন তাইওয়ান দখলের সক্ষমতা যাচাই করছে। এমনকি চীনও এই দাবি করেছে। অবশ্যই চীনও বলেছে, এই মহড়া তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে ও তাঁর দেশকে ‘শাস্তি দেওয়ার জন্য’ পরিচালিত হচ্ছে।
তাইওয়ানের মূল ভূখণ্ডসহ দেশটির বেশ কয়েকটি দ্বীপ ঘিরে মহড়া চালাচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য যান। নাম প্রকাশে অনিচ্ছুক এই তাইওয়ানি কর্মকর্তা বলেছেন, চীন তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কয়েকটি দ্বীপের আশপাশে বিদেশি নৌযানের ওপর বোমা ফেলার মহড়া দিয়েছে। লাই চিং-তে বা উইলিয়াম লাই ক্ষমতা গ্রহণের মাত্র তিন দিন পর চীন এই মহড়া শুরু করেছে।