প্রথম দল হিসেবে হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড বাংলাদেশের, অপেক্ষায় উইন্ডিজ

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৩:০৩

হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে। 


যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us