গুগল ফর্মস হল অনলাইন সমীক্ষা তৈরির করার সহজ একটি মাধ্যম। এটি শেয়ার করাও খুব সোজা। অনেকেই আছেন যারা সোশাল মিডিয়ার মাধ্যমে পাওয়া গুগল ফর্মস সমীক্ষায় অংশ নিয়েছেন।
একটি ওয়েব ব্রাউজার থাকা যে কোনো ফোনে বা পিসিতে গুগল ফর্মস চালু করা যায়। গুলের এই সার্ভে ওয়েব অ্যাপলিকেশন ব্যবহার করতে কারও কোনো খরচও হবে না, এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। পাশপাশি, কর্ম ক্ষেত্রে ব্যবহার করার জন্য এটি দারুণ এক টুল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস।