তারহীন এই মাইক্রোফোন ২০০ মিটার দূর থেকেও ব্যবহার করা যায়

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৮:১৪

দেশের বাজারে ‘বয়া’র নতুন মডেলের অল ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ‘বয়ামাইক’ মডেলের ডুয়াল ট্রান্সমিটার সুবিধার মাইক্রোফোনটিতে থাকা ওলেড পর্দাযুক্ত রিসিভার সর্বোচ্চ ২০০ মিটার দূর থেকে কাজ করে। ফলে সহজেই দূরে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রের সঙ্গে যুক্ত করা ব্যবহার করা যায় মাইক্রোফোনটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবার চার্জ টানা ১১ ঘণ্টা ব্যবহার করা যায় মাইক্রোফোনটি। ফলে গুরুত্বপূর্ণ তথ্য ধারণের সময় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ৮ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় সর্বোচ্চ ১৫ ঘণ্টা পর্যন্ত অডিও সংরক্ষণ করতে পারে মাইক্রোফানটি। শুধু তা–ই নয়, নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি থাকায় ভিড়ের মধ্যেও ভালো মানের শব্দ ধারণ করা যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ মাইক্রোফোনটির দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us