১. একটু কম করে ব্যবহার করুন
গায়ে মাখা সাবান, পারফিউম, বডি স্প্রে, টুথপেস্ট কিংবা কাপড় কাচার ডিটারজেন্ট—নিত্যপ্রয়োজনীয় এই জিনিসগুলো আপনি যতটুকু ব্যবহারে অভ্যস্ত, যদি তার চেয়ে একটু কম বা অর্ধেক পরিমাণ ব্যবহার করেন, তাহলে খুব বেশি পার্থক্য ধরা পড়বে না। এমন যদি হয়, তাহলে এসব একটু কম করে ব্যবহার করাই ভালো। খরচটা অন্তত বাঁচে। কম থেকে যদি ভালো কিছু হয়, তবে কমই ভালো!
২. মৌসুমি ফল আর সবজি খান
মৌসুমি ফল আর সবজির দাম তুলনামূলকভাবে কম থাকে। বাজারে যখন যেটার দাম কম, সেটা পুরে ফেলুন বাজারের প্যাকেটে।