তাহলে কি সংসদ সদস্য আজীমের মরদেহ পেয়েছে কলকাতা পুলিশ

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১৫:০৫

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ-দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ পাওয়া গেছে কি না, তা এখনো পরিষ্কার নয়। তাঁর মরদেহ খুঁজে পেতে একাধিক সূত্র ধরে তল্লাশি অভিযান-তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। মরদেহ সম্পর্কে নির্দিষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে বিভিন্ন সূত্রে এটুকু জানা গেছে, আজীমের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসেছে। এ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ।


ধারণা করা হচ্ছে, বাংলাদেশের পুলিশ এবং নিহত সংসদ সদস্যের পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছানোর পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us