এক ডলার-সংকটেই যেন দেশের সমগ্র অর্থনীতিতে মন্থর দশা দেখা দিয়েছে। বিশেষ করে রিজার্ভ, উৎপাদন, মূল্যস্ফীতি, আমদানি-রপ্তানি, রাজস্ব আদায়, সুদের হার এবং কর্মসংস্থানে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ডলার-সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত কোনো নীতিমালাই কাজে আসছে না।
এতে সর্বত্র দেখা দিয়েছে হতাশা। এমন বেসামাল পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়ে ডলারের দাম আটকে রাখার অবস্থান থেকে পিছু হটে ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে এক দিনেই ৭ টাকা বাড়িয়েছে; যা আমদানি পণ্য ও বৈদেশিক ঋণ পরিশোধের খরচ উসকে দিয়েছে। পাশাপাশি হঠাৎ করে বাজারের ওপর সুদের হার ছেড়ে দেওয়ার ঘটনাকেও ভালো দেখছেন না ব্যবসায়ীরা। এ অবস্থায় সামনে বিনিয়োগ ও ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার নতুন শঙ্কা সৃষ্টি হয়েছে। বিনিয়োগ কমলে উৎপাদন এবং কর্মসংস্থান হ্রাস পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।