নিজে তদন্ত এবং অভিযোগের প্রমাণ দাবি করতে হবে

সমকাল এম এম আকাশ প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১০:৩২

মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম সরগরম হয়ে উঠেছিল। কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তর ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের ৭০৩১ (সি) ধারার আওতায় এ নিষেধাজ্ঞা দিয়েছে। 


আমরা দেখছি, বাইডেন প্রশাসন যদিও আজিজ আহমেদের বিরুদ্ধে ‘গুরুতর’ দুর্নীতির অভিযোগ তুলেছে; এখন পর্যন্ত তারা সেই দুর্নীতির বিস্তারিত খোলাসা করেনি। আমি মনে করি, একটা দেশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বিরুদ্ধে রা‌ষ্ট্রীয়ভাবে দুর্নী‌তির অভিযোগ আনা হলে রা‌ষ্ট্রীয়ভাবেই তার প্রমাণ দাখিল করা গুরুত্বপূর্ণ। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক কিংবা অন্য যে কোনো দেশ; সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য। 


এটা ঠিক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সোমবার প্রদত্ত বিবৃতিতে দুর্নীতির কিছু ক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে। যেমন, ওই বিবৃতির এক পর্যায়ে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের ওপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। বিষয়টির আরও বিস্তারিত ব্যাখ্যা পেলে ভালো হতো। বিবৃতিতে না থাকুক; রাষ্ট্রীয় পর্যায়ে কি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা হস্তান্তরিত হয়েছে? এ ছাড়া এই প্রশ্নও যৌক্তিক, এগুলো আমাদের অভ‌্যন্তরীণ বিষ‌য়।


একই সঙ্গে ওই বিবৃতিতে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ও নানা অনিয়মের কথাও তুলে ধরা হয়েছে। তাদের দাবি, আজিজ আহমেদ ব্যক্তিস্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া বিজিবির মহাপরিচালক ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে নিজের প্রভাব খাটিয়ে তাঁর ভাইকে সামরিক খাতে কন্ট্রাক্ট পেতে সহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ তোলা হয়। এসব অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। 


এ ছাড়া তাঁর ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাঁকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আমরাও জানি, আজিজ আহমেদের ভাই রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই পেয়েছেন। বিষয়টি যখন নতুন করে সামনে এসেছে, তখন সরকার চাইলে ওই প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখতে পারে। এতে আর কিছু না হোক, সত্য প্রতিষ্ঠা হবে। 


এরই মধ্যে আজিজ আহমেদ দেশীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অনুমিতভাবেই সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে কেবল তাঁকে হেয় করা হয় না, বরং এ ঘটনা সরকারকেও বিব্রত করে। কেননা, তিনি ভিন্ন ভিন্ন সময় রাষ্ট্রীয় দুটি সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন। আজিজ আহমেদ অভিযোগ অস্বীকার করতে গিয়ে ২০২১ সালের একটি সংবাদমাধ‌্যমে প্রকাশিত বহুল আলোচিত ঘটনা সামনে নিয়ে আসেন। তিনি বলেছেন, আলজাজিরাও তাঁর বিরুদ্ধে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে এক তথ্যচিত্র প্রচার করেছিল, যেখানে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে প্রভাব খাটানোর কথা তুলে ধরা হয়েছিল। 


২০২১ সালের ১ ফেব্রুয়ারি রাতে আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি প্রচার করে। সে সময় দেশে-বিদেশে এ নিয়ে বহু বিতর্ক দেখা দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন আলজাজিরার এই প্রতিবেদনকে ‘মিথ্যা ও অবমাননাকর’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঘটনার আইনি ব্যবস্থা নেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। পরে সরকার এ নিয়ে কতদূর এগিয়েছিল, এখন পর্যন্ত দেশবাসীর জানা নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us