‘ঘরে বসে দিনে তিন হাজার টাকা আয়’— আকর্ষণীয় এমন চাকরির প্রলোভনে পড়ে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় হাজারখানেক লোক প্রতারণার শিকার হয়েছেন। মোটা অঙ্কের টাকা খুইয়ে নিঃস্ব হওয়ার সংখ্যা একশ’র কম নয়। তাদের অধিকাংশই ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সাবেক ও বর্তমান কর্মকর্তা। তবে, সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলতে রাজি হন না অনেকে। এখন পর্যন্ত এ সংক্রান্ত মোট ৪০টি মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে একজন সর্বোচ্চ ২৫ লাখ টাকা খুইয়েছেন।
ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা যায়, অনলাইন চাকরির নামে প্রতারণার যাবতীয় কার্যক্রম দেশের বাইরে থেকে পরিচালিত হলেও মূলহোতারা সরাসরি গ্রাহকদের কাছ থেকে টাকা নেন না। এজন্য তারা ব্যবহার করেন বাংলাদেশি এজেন্টদের।