প্রবল সম্ভাবনা নিয়ে ক্যারিবীয় ক্রিকেট ছেড়ে ইংল্যান্ড ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন পেসার জোফরা আরচার। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ে অন্যতম অবদান ছিল এই গতি তারকার। কিন্তু পেসারদের সব সময়ের দুঃখ ইনজুরি যেন আরচারের নিত্য সঙ্গী। কোনোভাবেই ইনজুরির কবল থেকে মুক্তি মেলে না তার।
আজ হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবেন এই পেসার। যদিও আবহাওয়ার ওপর নির্ভর করছে তার মাঠে নামা। চোটের কারণে ৩৮২ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। আবার নিজের দেশ ইংল্যান্ডের মাটিতে প্রায় ৪ বছর খেলতে পারেননি। ঘরের মাঠে চার বছর পর মাঠে নামার অপেক্ষায় আরচার।