ফ্রিল্যান্সারদের আনুষ্ঠানিক স্বীকৃতিসহ সুযোগ-সুবিধা দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ সাড়ে তিন বছর আগে একটি ‘প্ল্যাটফর্ম’ করে। এর দুই বছরের মাথায় আইসিটি বিভাগের আরেকটি সংস্থা প্রায় একই নামে ফ্রিল্যান্সারদের জন্য আরেকটি প্ল্যাটফর্ম করছে।
আইসিটি বিভাগের পক্ষ থেকে ২০২০ সালের নভেম্বরে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর জন্য আগেই ‘https://freelancers.gov.bd/’ নামে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে একটি ডোমেইন নেওয়া হয়। সাইটটির নিবন্ধন হয় আইসিটি বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে, ২০২০ সালের ১৪ জানুয়ারি। এর মেয়াদ ২০২৮ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত।