মৃত্যুর খবর পেয়ে এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে নেতা-কর্মীদের ভিড়

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৭:৪৮

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের (আনার) মৃত্যুর খবর শুনে তাঁর বাড়ির সামনে ভিড় করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় আসেন তাঁরা।

পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, ১২ মে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে ১৬ মে সংসদ সদস্যের মুঠোফোন থেকে আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আবদুর রউফের কাছে ফোন আসে। তিনি ফোন ধরতে পারেননি। পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান। এর পর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন। আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস গত রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে তাঁর বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পশ্চিমবঙ্গে আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে আজ তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us