‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’—ফ্রান্সে গিয়ে প্রথমেই নিজের মনের বাঁধভাঙা উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করেছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো সিনেমা নিয়ে নয়, সম্পূর্ণ নিজ উদ্যোগে ১২ মে বৈশ্বিক চলচ্চিত্রের সম্মানজনক আসরে নিজ উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যান ভাবনা।
একটা সময় পুরান ঢাকায় থাকতেন, কানে গিয়ে প্রথমে সেই স্মৃতিচারণাই করেছেন এই অভিনেত্রী। কান উৎসব ভাবনার কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাই খুশিও উপচে পড়ছিল তাঁর কান–যাত্রার ডায়েরিতে। অভিনেত্রী বলেন, ‘কোনো ছবি নিয়ে আসতে পারিনি, নিজ উদ্যোগে এসেছি, একা এসেছি। এতেই আমি নিজেকে গর্বিত মনে করি। সিনেমা দেখব, বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে, এটা তো ভীষণ ভালো লাগার।’
ভাবনা সত্যিই বলেছেন। পুরো কান–যাত্রায় তাঁকে দেখা গেছে প্রাণোচ্ছল-উচ্ছ্বসিত। সেখানে বেশ কাটছে তরুণ এই অভিনেত্রীর। এমনকি ব্যতিক্রমী সব পোশাকে নিজেকে সাজিয়েছেন, একেক দিন একেক রকম ডিজাইনার পোশাক পরে ভক্ত-দর্শকদের চমকে দিয়েছেন ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী। ভাবনা শিল্পমনা। ছবি আঁকতে ভালোবাসেন। সেটি কমবেশি সবারই জানা। কানে গিয়ে নিজের পোশাকের মাধ্যমে সেই শৈল্পিক ভাবনার প্রমাণ দিয়েছেন ভাবনা।