অঘটন, চমক—হিউস্টনে গত রাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-টোয়েন্টি দেখে যেকোনো কিছুই বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হওয়া প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন বিব্রতকর পরাজয়ের পরও দুশ্চিন্তা করছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্র—নিজেদের সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচের কোনোটিতেই বাংলাদেশ ১৬০ করতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা দেখা গেছে। মিরপুরে ১০ মে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটি ১০১ রান করার পরও বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। হিউস্টনে গত রাতে বিনা উইকেটে ৩৪ থেকে হয়ে গেছে ৪ উইকেটে ৬৮ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। কারণ প্রত্যেক ব্যাটারই তাদের স্কিল নিয়ে কাজ করছে। সবাই জানি, টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব।’