টাইব্রেকারে ৫৬ শটের বিশ্বরেকর্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ মে ২০২৪, ১২:১০

নির্ধারিত ৫টি করে শট শেষ হয়ে গেল। এরপর ‘সাডেন ডেথ’ একটির পর একটি চলতেই থাকল। ম্যারাথন বললেও যেন কম বলা হয়। একটা পর্যায়ে মনে হচ্ছিল, এটা যেন শেষ হওয়ার নয়। শেষ পর্যন্ত যখন টাইব্রেকারে ফল নির্ধারিত হলো, দুই দল মিলিয়ে ততক্ষণে শট নেওয়া হয়ে গেছে ৫৬টি!


ইসরায়েলে এসসি দিনোমা ও চিমসন তেল আবিবের ম্যাচে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের এই রেকর্ড হয়। দিনোমায় সোমবার ৯০ মিনিট ও পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। তৃতীয় বিভাগে সেমি-ফাইনাল প্রমোশনের প্লেঅফ ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে ২৩-২২ গোলে জিতে নেয় দিনোমা।


স্বীকৃত পর্যায়ের ফুটবলে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের আগের রেকর্ডটি হয়েছিল ইংল্যান্ডে। ২০২২ সালের মার্চে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে ৫৪ শটের টাইব্রেকারে বেডলিংটনকে ২৫-২৪ গোলে হারায় ওয়াশিংটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us