সারাদিন নানান কাজে স্মার্টফোন ব্যবহার করেন সবাই। তবে ব্যস্ততার সময় ফোন থেকে একটু দূরেই থাকেন। দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না।
এসব বিরক্তিকর স্প্যাম কল আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই। চলুন দেখে নেওয়া যাক কয়েকটি উপায়-
>> অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।