‘মনোনয়ন পেয়ে অনুষ্ঠানে যাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া’

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২৪, ১২:৩৫

প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। জুরিবোর্ড নির্বাচন করেছেন এ তালিকা। এবার ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’, ‘চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম’ ও ‘ওয়েব সিরিজ’—এই তিন বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক, যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের অনুভূতি।


চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম
সেরা চলচ্চিত্র


খন্দকার সুমন (`সাঁতাও')
মাটি থেকে দূরে সরে যাওয়া এই সমাজের কাছে প্রান্তিক মানুষদের মতোই তাদের আনন্দ–বেদনার গল্পগুলোও অবহেলিত। সাঁতাও চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পর বিষয়টি আরও বেশি করে অনুধাবন করেছি। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এ সমালোচকদের বিচারে চলচ্চিত্রটি চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় চলচ্চিত্রটির গুরুত্ব নতুন করে অনেকেই অনুধাবন করছেন। বিষয়টি আমিসহ চলচ্চিত্রটির কলাকুশলী, শুভানুধ্যায়ী, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আনন্দিত করেছে।


মোহাম্মদ নূরুজ্জামান (`আম-কাঁঠালের ছুটি')
বাংলাদেশের মিডিয়াজগতে সেই অর্থে আমার পরিচিত কেউ নেই, তার ওপর আমি ঢাকার বাইরে থেকে একরকম একা একাই কাজ করি। তাই আমার মতো একজন অজ্ঞাতকুলশীলের মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়াটাই একটা বিশেষ ঘটনা। যেকোনো পুরস্কার নিয়ে রাজনীতি-স্বজনপ্রীতি বা বাণিজ্যের একটা গুঞ্জন সব সময়ই শোনা যায়। কবে কোথায় কী হয়েছে জানি না, অন্তত আমার কাছে এখন এসব গুঞ্জনকে রীতিমতো অবান্তর মনে হচ্ছে। জুরিবোর্ডে কারা ছিলেন তা জানা নেই, আমার চলচ্চিত্রটি গুরুত্ব দিয়ে দেখার জন্য তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।


যুবরাজ শামীম (`আদিম')
আদিম ছবিটি নিয়ে দেশের বাইরে থেকে অনেক সম্মাননা পেয়েছি কিন্তু মেরিল–প্রথম আলো পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে মনোনয়ন পেয়ে অন্য রকম ভালো লাগা কাজ করছে। নস্টালজিক হয়ে যাচ্ছি। ছোটবেলায় যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতাম, সেই অনুষ্ঠানে মনোনীত হলো আমাদের ছবি। পুরস্কার পাই বা না পাই, মনোনয়ন পাওয়াই সেরা অর্জন মনে করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us