ভারত ও কানাডায় গান শোনাতে যাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ মে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একক সংগীত পরিবেশন করবেন তিনি। এরপর জুলাইয়ে ভারতের আসামেও গান শোনানোর কথা রয়েছে তাঁর। এছাড়া আগামী সেপ্টেম্বরে গান নিয়ে কানাডায় যাবেন ফেরদৌস আরা।
নজরুলসংগীত নিয়ে টানা ব্যস্ততা প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তাঁর লেখনী সম্পর্কে আরও অনেক জানার বাকি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। এবার কবির গান নিয়ে যাচ্ছি ভারত ও কানাডায়। চেষ্টা করব কবির গানের সুরের ধারা সেখানকার শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে।’