অর্থনৈতিক বিভিন্ন সংকটের সময়ে বাংলাদেশকে ৩ হাজার ৮৬৯ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ফরাসি সরকার; ইউরোর হিসাবে তা ৩০ দশমিক ৫ কোটি ইউরো। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ফরাসি সরকারের অর্থায়নকারী এজেন্স ফ্রান্স ডি ডেভেলপমেন্টের (এএফডি) সঙ্গে চুক্তি সই হয়েছে। রাজস্ব ঘাটতির কারণে সরকার যখন বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে, সেই সময়ে এ বাজেট সহায়তার প্রতিশ্রুতি সরকারের জন্য কিছুটা হলেও স্বস্তিকর বলে মনে করা হচ্ছে।
গতকাল আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিসিলিয়া কর্টেজ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। মোট প্রতিশ্রুত ৩০ দশমিক ৫ কোটি ইউরোর মধ্যে পাঁচ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা হিসেবে পাওয়া যাবে।