লিভারপুলে লড়াই চালিয়ে যাবেন সালাহ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২৪, ১২:২০

গত মৌসুমে চোখধাঁধানো অঙ্কের প্রস্তাব এসেছিল সৌদি আরব থেকে। কিন্তু তাতে কাজ হয়নি। এবারও আকর্ষণীয় প্রস্তাব অপেক্ষায়। তবে মোহামেদ সালাহ তাতে সাড়া দেবেন না বলেই ইঙ্গিত দিয়ে রাখলেন। লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে নানা অনিশ্চয়তা ও গুঞ্জনের মধ্যে অভিজ্ঞ ফরোয়ার্ড বললেন, এই ক্লাবের হয়ে ট্রফির লড়াই চালিয়ে যাবেন তিনি।


গত গ্রীষ্মের ট্রান্সফার মৌসুমের শেষ সময়টায় সৌদি আরবের আল ইত্তিহাদ থেকে ১৫ কোটি পাউন্ডের প্রস্তাব এসেছিল সালাহর জন্য। লিভারপুল সেই প্রস্তাবে রাজি হয়নি। সালাহরও ছিল না উৎসাহ। সামনের ট্রান্সফার উইন্ডোতে সৌদি থেকে নতুন প্রস্তাব আসবে বলেই সংবাদমাধ্যমের খবর।


এবার সালাহর বিদায়ের প্রেক্ষাপটও আছে কিছুটা। এই মৌসুম দিয়েই লিভারপুল অধ্যায়ের ইতি টেনেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। মৌসুমের শেষ দিকে বিদায়ী কোচের সঙ্গে মনোমালিন্য দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন সালাহ। ক্লপ যদিও পরে বলেছিলেন, নিজেরা কথা বলে সব ঠিক করে নিয়েছেন তারা। তবে ৩২ ছুঁইছুঁই এই স্ট্রাইকার নতুন কাচ আর্না স্লটের পরিকল্পনায় কতটা থাকবেন, সেই আলোচনাও আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us