নারায়ণগঞ্জের আড়াইহাজারে এজেন্টদের তুলে মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁয়ে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলার রূপপঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় আজ মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
আড়াইহাজার উপজেলার দোয়াত কলমের প্রার্থী শাহজালাল মিয়া সকাল ৮টায় অভিযোগ করেন, রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় তার অন্তত শতাধিক এজেন্ট ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে হুমকিধামকি ও মারধর করেছে সংসদ সদস্যের লোকজন৷ ফলে ভোররাতে নতুন করে তাকে এজেন্ট খুঁজতে হয়েছে।