গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।