যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষা প্রধান এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির কার্যালয় থেকে আজ সোমবার জানানো হয়েছে, তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন।
প্রসিকিউটর করিম খানের কার্যালয় বলেছে, নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল–মাসরি এবং ইসমাইল হানিয়ে—ইসরায়েল বা গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়বদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে।