জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডিতে নিজস্ব আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল না ২০২১ সালের আগ পর্যন্ত। টানা তিন বছর বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে কাবাডি স্টেডিয়াম লাগোয়া শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে। আগামী ২৬ মে থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট হবে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
পল্টনের কাবাডি কোর্ট সেই বহু দিনের। বছর কয়েক আগে ফেডারেশনে ভবন সংস্কার হয়েছে। ভবন সংস্কারে পরিবেশ সুন্দর হলেও কোর্টের পরিধি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য যথেষ্ট নয়। তাই আন্তর্জাতিক আয়োজনে অন্য ভেন্যুতে ছুটতে হয় তাদের। আজ বঙ্গবন্ধু কাপ কাবাডির চতুর্থ আসর উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে ভেন্যুর প্রসঙ্গটি এসেছে।