কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার। দ্বিতীয় ধাপের এই নির্বাচকে উভয় উপজেলার ভোটাররা ‘মর্যাদার লড়াই’ হিসেবে দেখছেন। একদিকে আছেন বর্তমান সরকারের একজন মন্ত্রীর আত্মীয় ও সাবেক এক মন্ত্রীর ভাই। আরেক দিকে ছাত্রলীগের সাবেক দুই নেতা। তাঁদের পক্ষে-বিপক্ষে রয়েছেন সংসদ সদস্যরাও।
কুমিল্লার রাজনৈতিক অঙ্গনের সবার চোখ এখন এই দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের দিকে। দুই উপজেলায় সব চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। ফলে লড়াইটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগেরই।