বাংলাদেশের মানুষ খেলা প্রিয়। শুধু বাংলাদেশ নয়, খেলাধুলা নিয়ে এই উপমহাদেশের মানুষের আবেগ একটু বেশিই। অস্ট্রেলিয়ান একজন তারকা ক্রিকেটার সে দেশে আরামে ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু বাংলাদেশ বা ভারতে রাস্তায় নামলে তাকে ঘিরে ভিড় জমে যাবে।
ফুটবলে বাংলাদেশের বলার মত কোনো সাফল্য নেই। বিশ্বমঞ্চে তো নয়ই, আঞ্চলিক ফুটবলেও আমাদের অবদান সামান্যই। কিন্তু ফুটবলের ব্যাপারে বাংলাদেশের মানুষের আবেগ-উত্তেজনার শেষ নেই। একসময় ঘরোয়া ফুটবল নিয়ে যে পরিমাণ মাতামাতি হতো, তা এখনকার প্রজন্ম বিশ্বাসই করবে না। আবাহনী-মোহামেডানের ম্যাচ গোটা দেশ দুই ভাগ হয়ে যেতো। স্টেডিয়ামে থাকতো উপচেপড়া ভিড়।