ভারত আমাদের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। অবশ্য রপ্তানির তুলনায় ভারত থেকে আমদানি অনেক বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে রপ্তানি বাড়ছিল আমাদের; বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি। মাঝে দু-এক বছরে এটা লাফিয়ে দ্বিগুণের বেশি হয়ে গেলে আমরা উৎসাহিত হয়েছিলাম। ভেবেছিলাম, দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশটিতে তৈরি পোশাক দিয়ে রপ্তানি বাড়িয়ে ফেলব অনেকখানি। তাতে বিরাট বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ প্রশস্ত হবে।
তবে সম্প্রতি প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, ওভেন ও নিট উভয় পণ্যে ভারতে আমাদের রপ্তানি গেছে কমে। কমার হারটাও অনুল্লেখযোগ্য নয়।