জাতীয় নির্বাচন ও প্রথম ধাপের উপজেলা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ‘ছোটখাট’ সমস্যা কাটিয়ে দ্বিতীয় ধাপের ভোট আরও সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এতে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটের দুই দিন আগে রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের উপস্থিতি ছিল ৩৬ শতাংশের কিছু বেশি। স্থানীয় সরকার নির্বাচনে এত কম হারে ভোট এর আগে পড়েনি।