অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে সব শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে। বিগত এক যুগে বাংলাদেশ অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে। তবে এর সামান্যই এ দেশের সাধারণ শ্রমিক পেয়েছেন।
তিনি মন্তব্য করেন, মূল্যস্ফীতির উঁচু মাত্রার কারণে বিগত প্রায় দুই বছর ধরে স্বল্প আয়ের মানুষদের ওপর চাপ অনেক বেড়েছে। সুতরাং বৈষম্য কমিয়ে আনার বিষয়ে সরকারের ঘোষিত যে নীতি রয়েছে সেটি বাস্তবায়নের দিকে নজর দেওয়া জরুরি।
রোববার (১৯ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত মে দিবসের এ স্মারক বক্তৃতাকালে এসব কথা বলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।