৫ লাখ খামারির অর্থে নির্মিত ‘মন্থন’র পুনর্জন্ম এবং কান যাত্রা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৬:৪০

সত্তর দশকের মাঝামাঝি সময়ের কথা, ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল একটি সিনেমা বানাবেন, কিন্তু পর্যাপ্ত টাকার যোগান নেই। নির্মাতা সিদ্ধান্ত নিলেন গণঅর্থায়নে পর্দায় গল্প বুনবেন তিনি। এই খবরে এগিয়ে আসলেন গুজরাট রাজ্যের পাঁচ লাখ দুগ্ধ খামারি, তারা প্রত্যেকে দুই রুপি করে চাঁদা দিলেন। তৈরি হল ‘মন্থন’ নামের একটি সিনেমা।


১৯৭৬ সালে ১৩৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুগ্ধ সমবায় আন্দোলনের সূচনাকে কেন্দ্র করে। নির্মাণের প্রায় ৫০ বছর পর কান চলচ্চিত্র উৎসবে ধ্রুপদি চলচ্চিত্রের বিভাগ 'কান ক্লাসিক' এ শুক্রবার সিনেমাটির প্রদর্শনী হয়।


গত দুই দশক ধরে কানের এই বিভাগে কালজয়ী সিনেমাগুলোর পুনরুদ্ধার করা প্রিন্ট ও কিংবদন্তিদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us