গত ঈদুল ফিতরে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল। গত কয়েক বছরের সংখ্যায় এটা সর্বোচ্চ। এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল, ডজনখানেক ছবি আগামী ঈদে মুক্তি পেতে পারে। তবে এখনো নানা ধরনের হিসাব–নিকাশ চলছে।
গতকাল পর্যন্ত ৮টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে সংখ্যাটা আরও কমতে পারে, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে। সম্ভাব্য মুক্তির তালিকায় থাকা ছবি হলো ‘তুফান’, ‘নীলচক্র’, ‘জংলি’, ‘মাসুদ রানা’, ‘এশা মার্ডার’, ‘ময়ূরাক্ষী’, ‘পুলসিরাত’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’।
ঈদে মুক্তির তালিকায় থাকা ছবির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ‘তুফান’ ঘিরে। অন্য ছবির মধ্যে ‘জংলি’, ‘মাসুদ রানা’, ‘নীলচক্র’ ছবিগুলোও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে। এসব ছবির পোস্টার লুক, শুটিং সেট থেকে ফাঁস হওয়া অভিনেতার ছবি, ছবির ফেনমেড পোস্টার ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আলোচনা চলছে।