যে ৩ কারণে জাভিকে বরখাস্ত করতে পারেন লাপোর্তা

প্রথম আলো প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১২:৪২

খুব বেশি দিন হয়নি জাভি হার্নান্দেজ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত বদল করেছেন। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে কয়েক দফায় আলোচনার পর তিনি নিজের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সপ্তাহ তিনেক আগে যৌথ সংবাদ সম্মেলন করে লাপোর্তা আর জাভি নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন।


চলতি মৌসুমে কিছু না জেতা বার্সেলোনায় একটা গুমোট বাতাস ছিল। জাভির থেকে যাওয়ার ঘোষণায় গুমোট সেই পরিবেশ দূর হয়ে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল ক্যাম্প ন্যুয়ে। কিন্তু লাপোর্তা হঠাৎই জাভির ওপর চটে যাওয়ায় তৈরি হয়েছে অস্বস্তি।


এখন এমনও শোনা যাচ্ছে যে জাভিকে বরখাস্ত করতে পারেন লাপোর্তা। স্পেনের ক্রীড়া দৈনিক এএসের সাংবাদিক সান্তি হিমেনেজ প্রতিবেদন ছেপেছেন যে লাপোর্তা ও জাভির মধ্যে ঝামেলা বেড়েছে। এর কারণ আলমেরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সার সমস্যা নিয়ে জাভির কিছু কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us