জনপ্রশাসনের বেশ কিছু শীর্ষ পদে পরিবর্তন আসছে। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে অন্তত ২০ জন সচিব অবসরে যাচ্ছেন। তাদের স্থলে সৎ ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা হবে। নিরুৎসাহিত করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ। উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক (ডিসি) পদেও নতুন মুখ পদায়ন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামীতে সরকারি কর্মকমিশন, বিদ্যুৎ বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন আসতে পারে।
গত বৃহস্পতিবার তিন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল আনা হয়। ওইদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুর রহমান খানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।