ডেঙ্গুতে রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর বছর ২০২৩ সালে 'সাফল্যের সঙ্গে' এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণের যে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা।
ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে ২০২৩ সালে। ঢাকায় ৯৮০ জন এবং সারা দেশে ১ হাজার ৭০৫ জন মারা যায় বছরটিতে। অথচ মেয়র তাপসের দাবি 'মশা নিয়ন্ত্রণের কারণে' ২০১৯ সালের তুলনায় গত বছর 'ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেক কমেছে'।
গত বুধবার মালিবাগ মোড় সংলগ্ন উড়ালসেতুর নিচে ১২ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন মেয়র।