২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে জয় করেছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেই আসরেই বিশ্ব ফুটবলের নজরে এসেছিলেন ইংলিশ তরুণ ফিল ফোদেন। ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে এসে গেল কয়েক বছর ধরেই নিয়মিত বিরতি দিয়ে মাঠে নেমেছিলেন। তবে চলতি মৌসুমে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কেভিন ডি ব্রুইনার ইনজুরির কারণে অন্য যেকোনো মৌসুমের তুলনায় বেশিই দেখা গিয়েছে তাকে মাঠে। ফোডেনও গার্দিওলার আস্থার প্রতিদান দিয়েছেন পুরোপুরি। ন্ত ৩৪ ম্যাচ খেলে ২৫ গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজে গোল করেছেন ১৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি। ম্যানচেস্টার সিটির শেষ সময়ে এসে শিরোপাদৌড়ে টিকে থাকার নেপথ্যেও আছেন এই ইংলিশম্যান।