ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসটাই যেন নতুন করে লিখেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। ইউরোপিয়ান ফুটবলের প্রতিযোগিতা শুরুর পর থেকে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়েছে জাবি আলোনসোর শিষ্যরা। বেনফিকার প্রায় ৬ দশক আগের করা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে ক্লাবটি।
বুন্দেসলিগায় নিজেদের শিরোপাটাও তারা নিশ্চিত করেছে আগেই। ঘরের মাঠে ভেডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচেই তারা হয়ে যায় নতুন জার্মান চ্যাম্পিয়ন। তবে শিরোপা হাতে উল্লাসটা করা হয়নি। আজ অসবুর্গের মাঠে নিজেদের শেষ ম্যাচের পর তারা পাবে লিগ শিরোপার ট্রফি। আর শেষ ম্যাচেও তারা আছে রেকর্ড গড়ার অপেক্ষায়।