টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২ জুন। এই মুহূর্তে সবাই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে। নতুন অধিনায়কের নেতৃত্বে তাদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ১৪ ম্যাচে ১০টিতেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে তাদের। এমন পারফরম্যান্সের পর বড় দুঃসংবাদ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। স্লো-ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে দলটির অধিনায়ক তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য পান্ডিয়া। শনিবার (১৮ মে) তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ঋষভ পন্থের পর হার্দিক দ্বিতীয় অধিনায়ক, যাকে এই শাস্তির মুখোমুখি হতে হলো।