বর্তমানে অফিসিয়াল থেকে পারিবারিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বন্ধু এবং আত্মীয়ের ছদ্মবেশে প্রতারণা করছে প্রতারকেরা। তাই যদি কখনো কোনো পরিচিত ব্যক্তিকে আলাদা নম্বর থেকে মেসেজ করে টাকা চাইতে দেখলে অবশ্যই ওই ব্যক্তির পরিচয় যাচাই করে নেবেন। কারণ, সম্প্রতি হিমাংশু নামে এক যুবক হোয়াটসঅ্যাপে এরকমই একটি প্রতারণার শিকার হয়েছেন।
প্রোফাইল ফটো ব্যবহার করে প্রতারকেরা তার কলেজের চার বন্ধুকে টাকা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। আর, এই ঘটনাটি তখন প্রকাশ্যে আসে যখন হিমাংশুর এক বন্ধু তাকে ফোন করে জানায় যে, কেউ একজন হিমাংশুর প্রোফাইল ফটো ব্যবহার করে তাকে মেসেজ করে ২ হাজার টাকা পাঠাতে বলছে। যদিও সন্দেহের বশে হিমাংশুর বন্ধু ইউপিআই আইডি চাইলে দেখেন যে সেটি অভিষেক নামের কোনো এক ব্যক্তির। তারপর সে নিশ্চিত হয়ে যায় যে তার সাথে প্রতারণা করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সে ফোন করে হিমাংশুকে সম্পূর্ণ ঘটনাটি জানায়।