অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে কল, টেক্সট বার্তা’সহ অন্যান্য নোটিফিকেশন বন্ধ করে ফেলে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ফিচারটি।
এ ছাড়া, ‘অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স’ নামের সুবিধা ব্যবহার করে এ মোডের সময়সূচিও নির্ধারণ করা যায়। আর বিভিন্ন অ্যান্ড্রয়েডভিত্তিক ফোন ও ট্যাবলেটে এ অপশনটি ডিফল্ট হিসেবেই থাকে যাতে ব্যবহারকারী কোনও বাধা ছাড়াই নিজের ডিভাইস ব্যবহার করতে পারেন।
কয়েকটি সহজ ধাপেই ফিচারটি চালু করা যায়। তবে, অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণে ফিচারটি নাও থাকতে পারে বলে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস। এজন্য ফোনের সেটিংস অ্যাপের সার্চ অপশনে ‘ডু নট ডিস্টার্ব’ লিখে সার্চ দিলেই দেখা যায়, ফোনে ফিচারটি আছে কি না।