এবারের আইপিএলই এখনো শেষ হয়নি। শেষ হতে এখনো এক সপ্তাহের বেশি বাকি। কিন্তু পরের আইপিএলের একটা বিষয় এখনই ঠিক হয়ে গেছে। আর সেটা হচ্ছে পরবর্তী আইপিএলে নিজের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার খেলতে না পারার নিষেধাজ্ঞা।
এক আইপিএলের শাস্তি আরেক আইপিএলে ভোগ করবেন পান্ডিয়া। অথচ, আগামী আইপিএল কবে শুরু হবে কিংবা কোন দলের হয়ে ভারতীয় অলরাউন্ডার খেলবেন সেটাও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেননা পরের আসর শুরু হওয়ার আগে টুর্নামেন্টের বড় নিলাম হবে। সেই নিলামে অনেকেই নতুন দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন।