ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১২:২৯

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এই ধাপে সারাদের ১৫৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ২৩ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইভিএমের মাধ্যমে ভোট করতে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান ইভিএম সম্পর্কিত পরিপত্র জারি করেন। পরিপত্রেই এ নির্দেশনা দেওয়া হয়।


ইসি জানায়, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, তাড়াশ, পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া, ফরিদপুর, যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা, শার্শা, পিরোজপুর জেলার কাউখালী, নেছারাবাদ, মানিকগঞ্জ জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর, শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, জাজিরা, জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, চাঁদপুর জেলার চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ইভিএম মাধ্যমে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেন্দ্রগুলোর ভোটগ্রহণ ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথাসময়ে রিটার্নিং অফিসারের কাছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us