বাড়তি ভাড়ার খড়্গ আম রপ্তানিতে

আজকের পত্রিকা প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১১:৩৮

আন্তর্জাতিক বাজারে দেশি আমের বেশ কদর থাকায় বাংলাদেশ গত বছর থেকে নতুন ১০টি দেশে আম রপ্তানি শুরু করেছে। সব মিলিয়ে ২০২৩ সালে ৩৪টি দেশে মোট ৩ হাজার ৯৮ টন আম রপ্তানি করা হয়। তবে চলতি বছর আম রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে এমনিতেই চলতি মৌসুমে আমের উৎপাদন কম হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে আকাশপথে আম পরিবহনে বাড়তি ভাড়া। এসব কারণে এবার আম রপ্তানিতে ধস নামতে পারে।


বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফভিএপিইএ)-এর নেতারা বলছেন, তিনটি প্রধান কারণে এবার আম রপ্তানি কমতে পারে। কারণগুলোর মধ্যে আছে আকাশপথে অস্বাভাবিক উড়োজাহাজ ভাড়া, বৈরী আবহাওয়ায় উৎপাদন কম হওয়া এবং রপ্তানির সঙ্গে সম্পর্কিত দায়িত্বশীল সংস্থাগুলোর অসহযোগিতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us