তিন ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আকর্ষণ শেষ। এখন এতটুকুই দেখার কারা হয় রানার্সআপ ও কারা নেমে যাবে নিচের স্তরে।
লিগের শুরু থেকেই দ্বিতীয় স্থানে থেকে এগিয়ে চলছে মোহামেডান। রানার্সআপ হওয়ার দৌড়েও সুবিধাজনক অবস্থানে ছিল তারা। তবে ১৬ রাউন্ড শেষে দ্বিতীয় হওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে এবং তা দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনীর মধ্যে।