১৭ মে বিশ্বজুড়ে পালিত হয় উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ ও এর চিকিৎসা নিয়ে আমাদের সমাজে আছে নানা বিভ্রান্তি ও অহেতুক ভীতি। আসুন জেনে নিই এ সম্পর্কে:
বয়স হলে একটু রক্তচাপ বাড়তেই পারে, এতে ক্ষতি নেই
অনেকেরই রক্তচাপ মাপলে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পাওয়া যায়। একে অনেকে পাত্তা দিতে চান না। তাঁদের ধারণা, বয়স বাড়লে রক্তচাপ একটু বেশিই থাকতে পারে, এর চিকিৎসার দরকার নেই। সিস্টোলিক ১৪০ ও ডায়াস্টোলিক ৯০ মিমি পারদ হলে একে প্রাক্–উচ্চ রক্তচাপ বলে। এ সময় জীবনযাত্রার পরিবর্তন আনতে বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে ওষুধ লাগে না। কিন্তু এর বেশি হলে ও ক্রমাগত পাওয়া গেলে অবশ্যই ওষুধ সেবন করতে হবে।