ঈদ ছাড়াও তাঁর নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা যেন স্বাভাবিক ঘটনা। ইউটিউবে মুক্তি পাওয়ামাত্র মিলিয়ন ভিউ। বলছি অভিনেত্রী জান্নাতুল হিমির কথা। তাঁর অভিনীত ‘নেটওয়ার্ক প্রবলেম’, ‘সুইটির কাজিন’, ‘গেস্ট ইন সিঙ্গাপুর’ নাটকগুলো এখনো ট্রেন্ডিংয়ে রয়েছে।
প্রায় এক মাসের বিরতি। ঈদে কাজ শেষ করে পাড়ি জমান কানাডায়। এক মাসের সফর শেষে দেশে ফিরেই ক্যামেরার সামনে ব্যস্ত হিমি। কিন্তু আবহাওয়া কিছুটা ভোগাচ্ছে তাঁকে। কানাডার শীত থেকে বাংলাদেশের গরমে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। হিমি বলেন, ‘এক মাস শীতে অভ্যস্ত হয়েছি। এখন দেশে তো গরম। দুই দিন হলো শুটিং শুরু করেছি। এদিকে গরম দিন দিন বাড়ছে। তারপরে পুবাইলে শুটিং করছি। গরম তো আছেই, আবার বিদ্যুৎ নেই।’