গুগলের এবারের আই/ও আয়োজনে পুরোটা নজর ছিল এআই প্রযুক্তিজুড়ে। তবে, আয়োজনের দ্বিতীয় দিন কোম্পানিটি সংরক্ষণ করে রেখেছিল আলোচনায় থাকা নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য।
গেল বুধবার অ্যান্ড্রয়েড ১৫-এর দ্বিতীয় বেটা সংস্করণের পাশাপাশি অপারেটিং সিস্টেমটির অঘোষিত বিভিন্ন সুরক্ষা ফিচার উন্মোচন করেছে গুগল। এর মধ্যে এআইয়ের মাধ্যমে ফোন চুরি শনাক্তের ব্যবস্থা ও ‘গুগল প্লে ফ্রড ডিটেকশন’সহ আরও অনেক কিছু রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
‘থেফট ডিটেকশন লক’ হল অ্যান্ড্রয়েড ১৫’র নতুন ফিচার। ফিচারটি ফোন চুরির পূর্বাভাস দিতে এআই ব্যবহার করবে ও সে অনুসারে ফোন লক করে ফেলবে।